সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মে: উত্তর প্রদেশের আরাইয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যের সংখ্যা বাড়ল। গতকাল সংখ্যা ছিল ২৪ এদিন তা বেড়ে হল ২৬ জন। চার জন ছাড়াও পুরুলিয়ার আরও দুজন মারা গেছেন। তাঁদের নাম বীরেন মাহাতো ও স্বপন রাজোওয়াড় নামের মৃত দুই যুবক কোটশিলার উপরবাটারি গ্রামের। সব মিলিয়ে পুরুলিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল ছয়। মৃতদেহগুলি পুরুলিয়ায় আনা হচ্ছে বলে জানাগেছে।
উত্তর প্রদেশের আউরিয়ার জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় গতকাল পুরুলিয়ার ৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়। এঁদের মধ্যে দুই জনের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার দুমদুমি গ্রামে। তাঁদের নাম চ্ন্দন রাজোয়ার (২২) ও মিলন বাদ্যকর(২০)। মৃত অন্যজন অজিত মাহাতো কোটশিলা থানা এলাকার উপরবাটরি এবং জয়পুর ব্লকের ঝালমামড়া গ্রামের বাসিন্দ গণেশ রাজোয়াড়। ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার শিবু কর্মকার।