সাথী প্রামানিক, আমাদের ভারত, পুরুলিয়া, ২৪ জুলাই: বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকেই পুরুলিয়া শহরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুরুলিয়া শহরে একটি বিলাস বহুল হোটেলে মেগা বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়। ওই বিয়ে বাড়ির আয়োজকদের বাড়ির এক কর্মচারি আক্রান্ত হলেন করোনায়।
পুরুলিয়া শহরের বিলাসবহুল হোটেলে বিয়ের আয়োজন হয়েছিল সেখানের এক বাউন্সারের কোভিড-১৯ পজিটিভ মিলল। পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই কর্মচারি। আক্রান্ত বাউন্সারের বাড়ি পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডে। এর আগে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। পুরুলিয়া শহরে এদিন ওই দুজনের পজিটিভ রিপোর্ট আসে।

জেলাতেও বেড়েই চলেছে কোভিড-১৯’এ আক্রান্তের সংখ্যা। জেলায় আজ নতুন করে ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।
জেলায় ৩৪ থেকে বেড়ে কনটেইনমেন্ট জোন হল ৪২টি। এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী সবে মিলে এখন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা হল ১৬৫ জন।এঁদের মধ্যে ৫৭ জন একটিভ। বাকি ১০৮ জন করোনা মুক্ত হয়ে গেছেন। এদিন ২১৭ জনের নতুন করে লালারসের নমুনা পরীক্ষার নেওয়া হয়।

