পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫০০ ছাড়াল

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন।

গত কয়েক দিন আক্রান্তের সংখ্যা তুলনায় কম হলেও বর্তমানে আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। তবে আশার আলো একটাই সুস্থ হওয়ার সংখ্যাও কিন্তু ভালই এই জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৫১৭৬জন। হাসপাতালে যেমন চিকিৎসাধীন আছেন অনেকে। তেমনি বাড়িতে থেকেও চিকিৎসা করাচ্ছেন এরকম মানুষের সংখ্যাও নেহাত কম নয়। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১৩২৫ জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ৬৭। রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন থেকে এই তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তের নিরিখে পূর্ব মেদিনীপুরের স্থান ষষ্ঠ। কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ও হুগলীর পরেই পূর্ব মেদিনীপুরের স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *