আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩১ জুলাই: জুলাই মাসে জলপাইগুড়ি শহরে তিন শতাধিক ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসে মৃত্যু হয়েছে তিনজনের দাবি স্বাস্থ্য দফতরের। সকলকে মাস্ক ব্যবহার করার পাশাপাশি সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে, মাইকিংও করা হচ্ছে। এদিকে সংক্রমণে লাগাম টানতে শহরকে জীবাণুমুক্ত করায় জোর দিয়েছে পুর কর্তৃপক্ষ।
জেলার পাশাপাশি শহরে করোনায় সংক্রমিত হচ্ছেন অনেকে, তবে মৃত্যুর সংখ্যা তুলনামূলক ভাবে যথেষ্ট কম দাবি স্বাস্থ্য দফতরের। এই কারণে কি মাস্ক ব্যবহার করতে চাইছেন না অনেকেই এমনটাই অনুমান প্রশাসনের। শহরের রাস্তায় দাঁড়িয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা দিন কয়েক আগে সচেতনতা প্রচার করেছিলেন। মুখে মাস্ক নেই, এরকম পথ চলতি বাসিন্দাদের মাস্ক তুলে দেওয়া হয়। অভিযোগ, শহরে নজরদারির অভাব থাকায় অনেকেই মাস্ক ব্যবহার করছেন না বলে অভিযোগ।
পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “গতকাল শহরে দশ জন, রবিবার নতুন করে আরও পাঁচ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। চলতি মাসে আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়ে ৩০৭ পৌঁছে গেল। কনটেনমেন্ট জোন করা হচ্ছে না। শুধু জীবাণুমুক্ত করা হচ্ছে আক্রান্ত এলাকায়।”

