আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ সেপ্টেম্বর: অশোকনগরে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, উত্তর ২৪ পরগনার অশোক নগর স্টেট জেনারেল হাসপাতালে চালু হল করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সাধারণ মানুষের অন্যান্য রোগের চিকিৎসা হবে পার্শ্ববর্তী হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। এছাড়াও অশোক নগর পুরসভার স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃ সদনে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন অশোক নগর পুরসভার পুর প্রশাসক প্রবোধ সরকার।
আপাতত অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ৬০টি বেড রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অশোকনগর পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে ৫০৯ ছাড়িয়েছে, তাই অশোকনগর ও হাবড়াবাসীর কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তর থেকে তড়িঘড়ি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকে করোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় কোভিড রোগীদের খুব দূরে চিকিৎসার জন্য যেতে হবে না। অশোক নগর হাসপাতালে মিলবে চিকিৎসা পরিষেবা।

এলাকার বাসিন্দারা রাজ্য সরকারের করোনা হাসপাতাল করার সিদ্ধান্তে খুশি। এলাকার মানুষকে আর বাইরে করোনা চিকিৎসার জন্য যেতে হবে না। তবে অন্যান্য পরিষেবার জন্য অশোক নগর পুরসভার স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনে যাতে পরিষেবা পাওয়া যায় সেই আবেদন করেছে স্থানীয়রা। একই সঙ্গে হাবড়া হাসপাতালে অন্যান্য সাধারন যে কোনও রোগের চিকিৎসা পরিষেবা চালু থাকবে।

