মুর্শিদাবাদ জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে ৯৯ জনের হদিশ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ আগস্ট: মুর্শিদাবাদ জেলায় রোজ দফায় দফায় বাড়ছে কোভিড ১৯ আক্রান্ত সংখ্যা। মঙ্গলবার জেলায় ৯৯ জন করোনা আক্রান্ত হদিশ মিলল। এদের মধ্যে ৩৮জন ডিআরডিএল টেষ্টে পজেটিভ হয়েছেন, ৬১জনের র‍্যাপিড এন্টিজেন টেষ্ট সন্ধান মিলেছে। জিয়াগঞ্জ ব্লকে ১৩ জন, হরিহরপাড়া ব্লকের ১০ জন, ডোমকল ব্লকে ৬ জন, রঘুনাথগঞ্জ ১নং ব্লকের ৩ জন, লালগোলা ব্লকের ৩জন, রঘুনাথগঞ্জ ২নং ব্লকের ১জন, ফরাক্কা ব্লকের ১জন এবং বেলডাঙা ১নং ব্লকে ১জন করোনা আক্রান্ত হয়েছে। মুর্শিদাবাদ জেলাতে এখনও পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১৮৬৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *