জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ আগস্ট: মেডিকেল কলেজের পাশাপাশি শালবনি ব্লকেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খবর পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় শালবনি ব্লকে আক্রান্ত হয়েছেন ৮ জন এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। শালবনি ব্লকের পিড়াকাটা এলাকার একটি পরিবারের তিনজনের পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানাগেছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট তেরো জনের সংক্রমিত হওয়ার খবর উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে। এছাড়াও কোতোয়ালি থানার পাঁচজন পুলিশ কর্মীর নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়াগেছে।

জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, প্রতি মুহূর্তে জেলার চিকিৎসা পরিষেবা উন্নত করতে স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সংক্রমিত এলাকাগুলোকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

