রাজ্যে কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, সক্রিয় রোগীর সংখ্যা ৩৫০ পেরলো

আমাদের ভারত, ৩০ এপ্রিল: কলকাতা সহ দক্ষিণবঙ্গকে
তীব্র গরম থেকে মুক্তি দিয়েছে স্বস্তির বৃষ্টি। কিন্তু দাবদাহ থেকে স্বস্তির শ্বাস ফেললেও অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফ। পরিসংখ্যান বলছে প্রতিদিন বাড়ছে সংক্রামিতের সংখ্যা। যদিও করোনায় মৃত্যু নেই চলতি মাসে।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী শুক্রবারের তুলনায় শনিবার বেড়েছে সংক্রমণ। তবে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই রাজ্যে। কিন্তু বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে ৩৫০ জনের বেশি করোনার সক্রিয় রোগী রয়েছে রাজ্যে।

করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে জুন মাসে। এই আশঙ্কা করেছিলেন একাংশের বিশেষজ্ঞ। আর করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফ সেই আশঙ্কাকেই চিন্তায় পরিণত করছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। শুক্রবারে আক্রান্তের সংখ্যা ছিল ৫২। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২০,১৮,২৬০ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯,৯৬,৬৯৩। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। সুস্থতার শতকরা হিসেব ৯৮.৯৩ শতাংশ।

রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৬৬ জন। এর মধ্যে মাত্র ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন। চলতি মাসের গোড়া থেকেই রাজ্যে করোনায় মৃত্যু হয়নি। গত ২৪ ঘন্টাতেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আক্রান্তের গ্রাফের ঊর্ধ্বমুখী হার ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *