নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, কোচবিহার, ২ সেপ্টেম্বর: তুফানগঞ্জ এর চিলাখানায় ৩১ নম্বর জাতীয় সড়কে টোল গেট উদ্বোধন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পরে পুলিশের সাহায্যে তিনি ঘেরাও মুক্ত হন।
টোল গেটে জমি হারাদের চাকরির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাদের সেই দাবি পুরণ হয়নি, আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী টোল গেট উদ্বোধন করতে গেলে তারা তাদের দাবি জানাতে যান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, বেশ কয়েকজনের কাজ ইতিমধ্যেই হয়েছে, এই বিষয় নিয়ে পরবর্তীকালে এলাকাবাসীদের সঙ্গে কথা বলা হবে। তবে, তাঁকে ঘিরে কোনও বিক্ষোভ হয়নি বলে দাবি করেছেন তিনি। তার দাবি এলাকার বাসিন্দারা তাঁকে তাদের দাবি জানাতে এসেছিলেন। এদিন পুলিশের সাহায্যে মন্ত্রী সেখান থেকে বেরিয়ে গেলও ক্ষোভ কমেনি স্থানীয় বাসিন্দাদের।

চাকরির দাবিতে এরপর ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা। আন্দোলনকারীদের পক্ষে পবিত্র দাস দাবি করেন, চাকরির দাবিতে নেতা থেকে মন্ত্রী প্রশাসনের সর্বস্তরে দাবি জানিয়েছি আমরা কিন্তু কোন কাজ হয়নি, এখানে আমাদের না জানিয়ে বাইরের লোক নিয়োগ হয়ে যাচ্ছে। স্থানীয়দের নিয়োগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।


