নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩ ডিসেম্বর:
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তঁর তৃণমূলে যাবার কথা সম্পূর্ন মিথ্যে। মঙ্গলবার বিজেপির রাজ্য সদর দফতরে এইকথা জানান মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি বলেন, উপনির্বাচনের পর থেকেই সোস্যাল মিডিয়ায় চাউর হচ্ছে তৃণমূলে ফিরছেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, বঁনগা উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। নাম শোনা যাচ্ছে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংয়েরও। তবে এই খবর পুরোপুরি মিথ্যে বলে জানান শুভ্রাংশু রায়। তিনি বলেন, তাদের বিরুদ্ধে চক্রান্ত করে এমন খবর রটানো হচ্ছে। কোনও সাংবাদিকের এমন খবর লেখার আগে আমাদের মতামত নেওয়া উচিত ছিল বলেও জানান বিজপুরের বিধায়ক।
অন্যদিকে সব্যসাচী দত্ত বলেন, তৃণমূল ছেড়েছিলাম দূর্নীতির জন্য। সেই দূর্নীতির দলে ফেরার কোনও প্রশ্নই ওঠে না। যারা দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছে তারা সবাই বিজেপিতেই থাকবে। একটা উপনির্বাচনের কোনও প্রভাব সাধারণ নির্বাচনে পড়ে না। দল ঐকবদ্ধভাবে অাগামীদিনে লড়াই করবে। উত্তরচব্বিশ পরগনার সকল তৃণমূল ছাড়া বিধায়করা দূর্নীতির প্রশ্নে মানুষের কাছে যাবে বলেও জানান সব্যসাচী দত্ত।