উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট, রাজ্যে একদিনে আক্রান্ত ৪৪ জন

আমাদের ভারত, ১৩ জানুয়ারি: জাঁকিয় শীত পড়েছে। কিন্তু তার সাথে উদ্বেগ বাড়িয়েছে কোভিড। দেশে এক দিনে করানোয় আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়ালো। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। বাংলা তথা গোটা দেশে আবারও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে নয়া ভেরিয়েন্ট জি এন ১ এর কারণে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, বাংলায় করোনা আক্রান্তের রক্তের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো মেডিকেল জেনেমিক্সে পাঠানো হয়েছে। সেখানে একসঙ্গে আট জনের দেহে করোনার নয়া উপপ্রজাতি জেএন ১ এর হদিশ মিলেছে যা উদ্বেগ জনক।

অন্যদিকে উত্তরাখন্ডে একজনের দেহের করোনার নয়া উপপ্রজাতি জেএন ১ এর হদিশ মিলেছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক্ষেত্রে উদ্বেগের কারণ নেই বলেছেন, তবে তাদের পরামর্শ, সতর্ক থাকতে হবে। কারণ এই ভেরিয়েন্ট খুব ছোঁয়াচে। বাড়িতে একজন আক্রান্ত হলে অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তারা। করোনার উপসর্গ দেখা দিলে আলাদা থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভিড়যুক্ত স্থানে মস্ক পরে যাওয়া ও সামাজিক দূরত্ব মেনে চলা, ঘনঘন হাত ধোওয়া, খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত দেওয়া, হাঁচি- কাশির সময় নাক মুখ ঢেকে রাখা, বাইরে থেকে খাবার আনার বাক্স জীবাণুমুক্ত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *