সাথী দাস, পুরুলিয়া, ১৮ আগস্ট: কোরোনা আবহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হয়ে গেল পুরুলিয়ায় বিচারকদের জন্য নব নির্মিত আবাসন। এদিন পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত ওই আবাসনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবাসনের উদ্বোধন করেন কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নাইয়ের রাধাকৃষ্ণন।
প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সহ চারতলা তিনটি বিল্ডিংয়ে আঠারোটি ফ্ল্যাট রয়েছে। এই আবাসনে এবার থাকবেন পুরুলিয়া জেলা আদালতের বিচারকরা। এতদিন ওই চত্বরেই জরাজীর্ণ আবাসনে থাকছিলেন তাঁরা। প্রয়োজনীয় সবরকম সুযোগ সুবিধা পেয়ে খুশি আবাসিকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) মুফতি মহম্মদ শওকত আলী, কলকাতা উচ্চ আদালতের বিচারপতি তপব্রত চক্রবর্তী, পুরুলিয়া জেলা আদালতের প্রধান বিচারক রমেশ কুমার প্রধান।


