আমাদের ভারত, ২২ সেপ্টেম্বর: মোদী সরকারের উদ্যোগে সোমবার থেকে চালু হয়েছে জিএসটি ২ বা পণ্য ও পরিষেবা করের নতুন পরিকাঠামো। ফলে কমেছে বহু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর জিএসটির হার। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবরে জিএসটি ২ চালু হওয়ার ফলে মুদিখানার খরচ ১৩ শতাংশ কমে যাবে।
কেবল মুদিখানা নয়, মনিহারী সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় অনেক অন্য খরচ প্রায় একই পরিমাণ কমবে। পোশাক, জুতো, ওষুধের ক্ষেত্রে সাশ্রয় হবে ৭ থেকে ১২ শতাংশ। ছোট গাড়ি কেনার ক্ষেত্রে বাঁচবে ৭০ হাজার টাকা।
সোমবার থেকে জিএসটির নতুন হার শুরু হওয়ায় মুদিখানা, কৃষি সরঞ্জাম, টিভি এবং অটোমোবাইল সহ ৩৭৫টি পণ্য সস্তা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের অনুমান, ১৮০০ সিসি পর্যন্ত ট্রাক্টর কেনার ক্ষেত্রে ৪০ হাজার টাকা সাশ্রয় হবে, কারণ ট্রাক্টরের ওপর জিএসটির হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মোটর বাইক ও স্কুটার (৩৫০সিসি) কেনার ক্ষেত্রে ৮ হাজার টাকা সাশ্রয় হবে। টিভি ৩২ ইঞ্চির ওপরে কিনতে গেলে খরচ কমবে পায় ৩৫০০ টাকা। এসির ক্ষেত্রে ২৮০০ টাকা সাশ্রয় হবে। কারণ এই পণ্যগুলির জিএসটির হার ২৮ শতাংশ থেকে কমে ১৮% করা হয়েছে।
সোমবার থেকে কার্যকর হওয়া নতুন হারের ফলে জিএসটি কার্যত দ্বিস্তর কাঠামোতে পরিণত হয়েছে। বেশিরভাগ পণ্য পরিষেবা কর ৫% এবং ১৮ শতাংশ কর আরোপ করা হয়েছে। তবে মদ এবং বিলাস সামগ্রীর মতো পণ্যের ওপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। অন্যদিকে সিগারেট, গুটকার মতো তামাকজাত পণ্যে ২৮ শতাংশ কর এবং অতিরিক্ত সেস বিভাগে থাকবে। যদিও বিড়িতে জিএসটির হার ২৮ শতাংশ কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

