জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জুলাই:
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার আইএনটিটিইউসি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে অবস্থিত তৃণমূলের এই শ্রমিক সংগঠনের জেলা কার্যালয়ে জেলার ২১টি ব্লকের শ্রমিক নেতাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২১ জনের কোর কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলার ২১টি ব্লকে ২০ জনকে নিয়ে এরিয়া কমিটিও গঠন করা হয় বলে সংগঠনের নেতা শশধর পলমল জানিয়েছেন। আগামী দিনে সম্মেলনের মধ্য দিয়ে সম্পূর্ণ জেলা কমিটি গঠন করা হবে বলে নির্মল ঘোষ জানান।