হয়নি নতুন বোর্ড গঠন, গ্রামবাসীদের সমস্যা সমাধানে নিজের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করলেন পঞ্চায়েতের জয়ী প্রার্থী

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে জয়ী হওয়ার পর রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। ভোটের ফলাফল প্রকাশিত হতেই জয়ী হয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অসম মোড় সংলগ্ন তাঁরা পাড়া এলাকার তৃণমূলের প্রার্থী পিংকি রায়।
এদিকে নতুন বোর্ড গঠন না হওয়ায় গ্রাম পঞ্চায়েতের অপেক্ষায় না থেকে নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছিলেন একদিন আগে। খবর পেয়ে নতুন বোর্ড গঠনের অপেক্ষায় না থেকে শনিবার এলাকায় পৌঁছে গেলেন জয়ী পঞ্চায়েত সদস্য পিংকি।

গ্রামবাসীদের সমস্যা সমাধানে নতুন বোর্ড গঠনের অপেক্ষা না করেই নিজের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, লাগাতার বৃষ্টির জেরে মাটির রাস্তা ভেঙ্গে গিয়েছে। রাস্তা জল কাদায় ভরে গিয়েছে, যাতায়াত করা যাচ্ছে না। এর জেরে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলে সমস্যায় পড়েছেন। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ে। অবশেষে জয়ী পঞ্চায়েত সদস্যার উদ্যোগে খুশি গ্রামবাসীরা। এদিন সকাল থেকে রাস্তা সংস্কারের কর্মীদের কাজে লাগান পঞ্চায়েত সদস্যা। তিনি নিজে দাঁড়িয়ে থেকে বেহাল রাস্তার কাজের তদারকি করে যাতায়াত করার ব্যবস্থা করে দিলেন।

গ্রামবাসী স্নিগ্ধা দাস বলেন, “আমাদের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। আগের পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসে জানানোর পরেও কাজ হয়নি। আমরা চাঁদা তুলে রাস্তার কাজ শুরু করি। খবর পেয়ে জয়ী পঞ্চায়েত সদস্যা নিজের উদ্যোগে রাস্তা সংস্কার করে দিচ্ছেন। এতে আমরা খুশি।”

আরও এক গ্রামবাসী পূজা রায় দাস বলেন, “বেহাল রাস্তা আমরা সংস্কার শুরু করেছিলাম। আজ পঞ্চায়েত সদস্যা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা খুশি।”

এদিকে জয়ী পঞ্চায়েত সদস্যা পিংকি রায় বলেন, “সত্যিই গ্রামবাসীরা রাস্তার জন্য খুবই সমস্যায় পড়েছেন। নতুন বোর্ড গঠন হয়নি। সেই অপেক্ষায় থাকলে সমস্যা হবে গ্রামবাসীদের। এই কারণে আমি নিজের উদ্যোগে রাস্তা সংস্কার করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *