ভারতীয় সেনায় নিয়োগ হবে নতুন সশস্ত্র বাহিনী অগ্নিপথ, নিয়োগ পদ্ধতি কি জানুন

আমাদের ভারত, ১৪ জুন: ভারতীয় সেনায় নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনা করেছে কেন্দ্র। এই সশস্ত্র বাহিনীর নাম দেওয়া হয়েছে অগ্নিপথ। মঙ্গলবার কেন্দ্রের তরফে এই ঘোষণা করেছেন তিন সেনাবাহিনীর প্রধান।

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প সম্পর্কে জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই সিদ্ধান্ত ঐতিহাসিক। দুই সপ্তাহ আগেই প্রকল্পের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার এই প্রকল্পের নাম প্রকাশ্যে এলো। নতুন অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে চার বছরের জন্য। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সী ৪৫ হাজার ভারতীয় এই প্রকল্পের অধীনে কাজের সুযোগ পাবেন।

ভারতীয় সেনাবাহিনীতে ৪ বছরের মেয়াদে মাসিক প্রশিক্ষণ পাবেন এই সেনা জওয়ানরা। তাদের মাসে ৩০-৪০ হাজার টাকা বেতন ও অন্যান্য ভাতা দেওয়া হবে। তবে বিরোধীরা এই প্রকল্প নিয়ে সমালোচনায় মুখর হয়েছে। তাদের দাবি, এই প্রকল্প সেনাবাহিনীর দেশ ভক্তি এবং পেশাদারিত্বের প্রভাব ফেলতে পারে।

কিভাবে হবে এই নিয়োগ। আসুন জেনেনি তার খুঁটিনাটি—-
এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যে সেনা নিয়োগ হবে তাদের পোশাকি নাম হবে অগ্নিবীর। রাজনাথ সিং জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে ছাড়পত্র পেয়েছে অগ্নিপথ প্রকল্প। এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে চার বছরের জন্য নিয়োগ করা হবে অগ্নিবীর। নিয়োগের সময় অগ্নিবীরদের বয়স হতে হবে সাড়ে ১৭-২১ বছরের মধ্যে। ভারতীয় সেনার মাপকাঠির ভিত্তিতে শারীরিক সক্ষমতা ও মেধা যাচাই করে এদের নিয়োগ করা হবে।

অগ্নিপথ প্রকল্পের প্রথম ছয় মাস হবে প্রশিক্ষণ পর্ব। চার বছর পর অগ্নিবীরদের এক চতুর্থাংশ যোগ্যতার ভিত্তিতে ভারতীয় সেনায় আরো ১৫ বছরের জন্য নিয়োগ পাবেন। বাকিরা সেবানিধি প্রকল্প ১১-১২ লক্ষ টাকা নিয়ে অবসরের সুযোগ পাবেন। অবসর সময়ে পাওয়া ১০ লক্ষ ৪ হাজার টাকা পর্যন্ত আয়কর মুক্ত হবে।

কর্মীদের মধ্যে যাদের বয়স থাকবে তারা ভারতীয় সেনার স্থায়ী নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। অগ্নিবীরদের একাংশকে পরিবহন মন্ত্রক, শুল্ক দফতরের মতো বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা নিয়োগ করার বন্দোবস্ত করবে সরকার। অবসরের পর ব্যবসা করতে চাইলে পাবেন ব্যাংকঋণের বিশেষ সুবিধা।

কর্তব্যরত অবস্থায় কোনো অগ্নিবীর আহত বা নিহত হলে তিনি বা তার পরিবার ভারতীয় সশস্ত্র বাহিনীর একজন সদস্যের সমান ক্ষতিপূরণ ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন। একইসঙ্গে পাবেন বিনামূল্যে ৪৮ লক্ষ টাকার জীবন বীমা।

বর্তমানে ভারতীয় স্থল সেনা পদাতিক বাহিনীর কমিশনের অফিসার হিসেবে ১০ বছরের মেয়াদে শর্ট সার্ভিস কমিশনে নিয়োগের কথা রয়েছে। লেফটেন্যান্ট হিসেবে নিয়োজিত ওই অফিসারদের কাজের মেয়ে ১৩-১৪ বছর পর্যন্ত বাড়ানো যায়। বিভিন্ন পেশার, ব্যবসায়ে যুক্ত ব্যক্তিরা ও স্থল সেনা টেরিটোরিয়াল আর্মি বাহিনীতে আংশিক সময়ের জন্য নিয়োজিত হয়ে থাকেন। সরকারি ঘোষণা অনুযায়ী এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন অবসর নেওয়া অগ্নিবীররা।

কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরে ৪৫ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে। নতুন বাহিনীর উর্দি হবে ভারতীয় সেনার ধাঁচে। চিহ্নিতকরণের জন্য পৃথক ব্যাজ ও রঙের ইন্সিগ্নিয়া থাকবে। তবে এ বিষয়ে খুঁটিনাটি এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমানে ভারতীয় সেনার গড় বয়স ৩২। অগ্নিবীর নিয়োগ শুরুর ৬-৭ বছরের মধ্যে তা ২৬-এ নেমে আসবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের হিসেব। নতুন রক্তে ভারতীয় সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়বে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের বড় অংশ। প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছে, অগ্নিপথ প্রকল্প সশস্ত্র বাহিনীতে অভিজ্ঞতা এবং তারুণ্যের ভারসাম্য আনবে। শুধু পুরুষরাই নন মহিলারাও স্থল ও বায়ু সেনার অগ্নিবীর হওয়ার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *