Governor, Media, “সংবাদমাধ্যমের নিরপেক্ষ ও খোলামেলা ভূমিকা অত্যন্ত জরুরি,” বার্তা রাজ্যপাল বোসের

আমাদের ভারত, ১৬ নভেম্বর: “সত্য, সম্পূর্ণ সত্য—এমন সংবাদ মানুষের সামনে তুলে ধরার জন্য সংবাদমাধ্যমের নিরপেক্ষ ও খোলামেলা ভূমিকা অত্যন্ত জরুরি।” রবিবার জাতীয় প্রেস দিবস উপলক্ষে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মন্তব্য বলে রাজভবনের বিশেষ কর্তব্যরত আধিকারিক এ কথা জানিয়েছেন।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “জাতীয় প্রেস দিবস উপলক্ষে রাজ্যপাল সকল সাংবাদিক, প্রতিবেদক, প্রেস ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা সবাই মিলে গণতন্ত্রের ‘চতুর্থ স্তম্ভ’-কে শক্তিশালী করে তুলেছেন।

প্রতি বছর ১৬ই নভেম্বর জাতীয় প্রেস দিবস উদযাপন করা হয় স্বাধীন এবং দায়িত্বশীল সংবাদমাধ্যমের ভূমিকা স্মরণে। এই দিনটি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাকে স্মরণ করে, যা ১৯৬৬ সালের এই দিনে তার কার্যক্রম শুরু করেছিল।

একটি গণতান্ত্রিক সমাজ স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমকে অত্যন্ত গুরুত্ব দেয়, কারণ সংবাদমাধ্যমই ভ্রান্তি দূর করে এবং সঠিক, নৈতিক ও নির্ভুল প্রতিবেদন তুলে ধরে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে।

জাতীয় প্রেস দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদমাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *