NEET, Supreme Court, নিট ইউজি পরীক্ষা নতুন করে নেওয়া হবে না, কারণ স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ২৩ জুলাই: নিট পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। চলতি বছরে সর্বভারতীয় স্তরের ডাক্তারি স্নাতকের প্রবেশিকা পরীক্ষা বাতিল করল না দেশের শীর্ষ আদালত। ফলে নতুন করে আর নিট পরীক্ষা নেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই ইউজি পরীক্ষা নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠেছিল চলতি বছরে। মঙ্গলবার এই নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি হয়। আজ প্রধান বিচারপতি নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দেন। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোন ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি, ফলে পরীক্ষা বাতিল করা দাবির কোন যৌক্তিকতা নেই। আদালত ২৪ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে নতুন করে নিট নেওয়ার দরকার নেই বলে জানিয়েছে।

আদালতের মতে পুনরায় নিট ইউজি পরীক্ষা নেওয়া হলে তাতে বিপুল পরীক্ষার্থী সমস্যায় পড়বেন। যদিও স্থানীয়ভাবে প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেছে সুপ্রিম কোর্ট।

রায় দেওয়ার সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পাটনায় প্রশ্ন ফাঁস হয়েছে। যে চক্র এর পেছনে ছিল তারা কিছু গেজেট পুড়িয়ে ফেলেছে। অভিযুক্ত এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে‌।

এরপর প্রধান বিচারপতি জানতে চান ফাঁস হওয়া প্রশ্ন কতগুলি কেন্দ্রে পাঠানো হয়েছিল? সিবিআই আইনজীবী জানান বিহার ও পার্টনার চার জায়গায় উত্তর পত্র পাঠানো হয়েছিল। সেই প্রেক্ষিতে বিচারপতি বলেন, প্রশ্ন ফাঁসের ফলে ১৫৫ জন পরীক্ষার্থী লাভবান হয়েছেন তার মধ্যে ৩০ জন পাটনার আর ১২৫ জন হাজারিবাগের। ফলে আদালত নির্দেশ দেয় নতুন করে আর ডাক্তারি স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না

গত ৫ জুন নিট ইউজি পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশের পর দেখা যায় প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এরপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে আসে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্ক দেওয়ার অভিযোগ উঠিয়েছিল পরীক্ষার্থীরা। শোরগোল পড়ে যেতেই গ্রেস মার্কের বিষয়টি স্বীকার করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ মানতে নারাজ তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *