সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২১ আগস্ট: একটানা বৃষ্টিতে রাস্তার উপরে গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক যশোর রোড। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার নরহরিপুর সাধারণ বিদ্যাপীঠের সামনে যশোর রোডে। এই সড়ক আটকে যাওয়ার ফলে ভারত বাংলাদেশের পণ্য বোঝাই ট্রাক সহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে পেট্রাপোল থানার পুলিশ ও ছয়ঘড়িয়া পঞ্চায়েত প্রধান গেলে ওই গাছ সরাতে ব্যর্থ হয়।

প্রায় কয়েকশো বছরের পুরনো শিশুগাছ। এর আগেই এইসব গাছের ডাল পড়ে অনেকের মৃত্যুও হয়েছে। তাতেও হুঁস ফেরেনি প্রাশাসনের। ফের গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড সহ বিএসএফ ক্যাম্প রোড। ঘটনাস্থলে পৌঁছেছে ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পেট্রাপোল থানার পুলিশ। প্রশাসনের তরফ থেকে গাছটি সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আগামীকাল পিডাব্লুডি এবং বনদপ্তরকে দিয়ে ওই গাছ কেটে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন।


