সাথী দাস, পুরুলিয়া, ১৯ আগস্ট: কবেই পার হয়েছে স্বাধীনতা দিবস। কিন্তু আজও জাতীয় পতাকা উড়ছে পুরুলিয়ার সুইসা নেতাজি মার্কেটের কমিটি ভবনে। এভাবে অযত্নে হেলে থাকা একটি বাঁশের খুঁটিতে জাতীয় পতাকা থাকাকে অবমাননারই শামিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, ভ্রূক্ষেপ নেই মার্কেট কমিটির।
বাঘমুন্ডির বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এবিষয়ে মার্কেট কমিটি উদাসীন। এটা জাতীয় পতাকার অবমাননা। এর নিন্দা করে কমিটির দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। কমিটি শুধু মাসুল আদায় করতে জানে কিন্তু এদিকে তাদের নজর নেই বলে অভিযোগ বাসিন্দাদের। এই বিষয়ে মার্কেট কমিটির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।