একই পরিবারের ৫ জনের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তোলার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ সেপ্টেম্বর: একই পরিবারের ৫ জনের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তোলার অভিযোগ উঠল নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধান রিনা দাসের বিরুদ্ধে। শুধু তাই নয় নবদ্বীপ ব্লকের তারিনিপুর, মায়াপুর, জলপথে ফেরিঘাটের ওপেন টেন্ডার না দিয়ে নিজেদের ক্যাডারদের পাইয়ে দেওয়ায় অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে। আর এমনই অভিযোগ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। রবিবার নবদ্বীপের চর মাজদিয়া বাজারে এক রক্তদান শিবিরে যোগদান করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান। আর এর বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে ভারতীয় জনতা পার্টি এমন কথাও জানিয়ে গেলেন সাংসদ জগন্নাথ সরকার। এদিন রক্তদান শিবিরে জগন্নাথ সরকার ছাড়াও রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নদিয়া উত্তরের বিজেপির সভাপতি আশুতোষ পাল সহ বিজেপি নেতা নবীন চক্রবর্তী, গৌতম পাল অপর্ণা, নন্দি প্রমুখ।

চর মাজদিয়া চর ব্রহ্মনগরের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা দাস বলেন, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সব সময় মিথ্যা কথা বলেন। উনি যেটা বলেছেন সেটা একদম ভিত্তিহীন কথা। আমার পরিবার যদি গরিব হয় তাহলে কি সে পেতে পারে না? তারতো বেড়ার ঘর থাকতেই পারে। সে তো পেতেই পারেন। প্রধান বলে আমার পরিবার পাবে সেটা না। তার যদি সত্যি প্রাপ্য হয় তাহলে শুধু আমার কেন মুখ্যমন্ত্রীর পরিবার হলেও সেটা পাবে। উনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অভিযোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *