রাজেন রায়, কলকাতা, ২৭ ডিসেম্বর: ফের রাজ্যের লোকায়ুক্ত এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম বেছে নেওয়া নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত। এদিন বিধানসভার অধ্যক্ষের মিটিংয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও বৈঠকে অনুপস্থিত বিরোধী দলনেতা। তবে রাজ্যের লোকায়ুক্ত হিসাবে প্রাক্তন বিচারপতি অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে জ্যোতির্ময় ভট্টাচার্য এবং এই কমিটির সদস্য হিসেবে শিবকান্ত প্রসাদের নাম চূড়ান্ত করল কমিটি। এই নাম এবার পাঠানো হবে রাজ্যপালের কাছে। যদিও বিধানসভায় অধ্যক্ষ জানিয়েছেন, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে তাতেই সম্মতি জানানোর নিয়ম। সংবিধানে সেটাই বলা আছে।
মুখ্যমন্ত্রীর কথায়, জাতীয় মানবাধিকার কমিশনের যে নিয়ম সেটাই আমরা মেনে চলি। প্রসঙ্গত, এই কমিটির সদস্য হলেন, মুখ্যমন্ত্রী, বিধানসভায় অধ্যক্ষ, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রী। কিন্তু সোমবারের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না। বিধানসভা সূত্রে খবর, গত ২২ ডিসেম্বর মুখ্যসচিবকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী প্রস্তাবিত নাম জানতে চেয়েছিলেন। কিন্তু সরকার না জানানোয় তিনি আসেননি। অসুস্থ থাকায় পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন।
হাওড়া-বালি পুরসভা পৃথক করা নিয়ে রাজ্যপাল বিলে স্বাক্ষর করেননি। তার মধ্যে যাবে নতুন বিল। রাজ্যপালের ভূমিকা নিয়ে এ দিন বেশি কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকের পর বলেছেন, প্রত্যেকের নিজেদের গণ্ডি মেনে চলা উচিত। এর বেশি আমার আর কিছু বলার নেই। শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়েও এ দিন বিশেষ কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী।