খড়্গপুরে রাশিয়ান ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার ঘিরে রহস্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ নভেম্বর: ফ্ল্যাট (আবাসন) থেকে উদ্ধার হল এক রাশিয়ান ইঞ্জিনিয়ারের মৃতদেহ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত ৬ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত ফ্ল্যাট থেকে উদ্ধার হয়। মৃত ওই ইঞ্জিনিয়ারের নাম গাটুলিন রাসলান।

জানা গেছে, গত ৪ নভেম্বর খড়্গপুরের রেশমি কারখানাতে (Rashmi Metaliks) চারজন কনসালটেন্ট ইঞ্জিনিয়ার যোগ দিয়েছিলেন। তাঁরা ৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বহুতলের সাত তলায় ভাড়া থাকতেন। সেই আবাসন থেকেই শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। মৃত ওই ইঞ্জিনিয়ারের নাম গাটুলিন রাসলান (Gatullin Ruslan), বয়স ৬০ বছর।

তবে, কিভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ইতিমধ্যে, তাঁর সঙ্গে থাকা রাশিয়ার অন্য তিন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা, না হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপক সরকার, সিআই (খড়্গপুর) অতীন্দ্রনাথ দত্ত, খড়্গপুর গ্রামীণ থানার OC আসিফ সানি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

রেশমি কারখানা কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক জানিয়েছেন, “দিনকয়েক হল ওনারা এসেছিলেন অতিথি ইঞ্জিনিয়ার হিসেবে। ফ্ল্যাটে ওঁরা তিনজন একসঙ্গে থাকতেন। আমরা খবর পেয়েই পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং হাসপাতালেও যাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *