১৭ কোটির সাপের বিষ উদ্ধারকে ঘিরে রহস্য হিলি সীমান্তে, পাচারকারীরা কেন অধরা, উঠছে প্রশ্ন

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ নভেম্বর: ১৭ কোটি টাকার সাপের বিষ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সীমান্তে। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি থানার কালাইবাড়ি এলাকার ঘটনা।

বুধবার রাতে চকগোপাল বিওপি এলাকায় বিএসএফের ১৩৭ নং ব্যাটেলিয়নের জওয়ানরা বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করে ওই সাপের বিষ ভর্তি কাঁচের জারটি। যদিও এই ঘটনায় কাউকেই আটক করতে পারেনি বিএসএফ।

বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৮০০ মিটার দূরত্বে একটি কালভার্টের নীচে লুকিয়ে রাখা হয়েছিল ওই সাপের বিষ ভর্তি জারটি। কালো প্যাকেট দিয়ে মোড়ানো ছিল জারটি। যার ওজন প্রায় ২কেজি ১৪০ গ্রাম। তবে অনান্য বারের মতো এই ঘটনাতেও কোনও পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।

হিলির এই উন্মুক্ত সীমান্তে একাধিকবার সাপের বিষ উদ্ধারের ঘটনা সামনে আসায় উঠছে একাধিক প্রশ্ন। তবে কি উন্মুক্ত সীমান্তই সাপের বিষ পাচারের অন্যতম মুক্ত করিডর হয়ে উঠছে এ জেলাতে? শুধু তাই নয়, দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে একাধিকবার বিএসএফের হাতে এই সাপের বিষ উদ্ধার হলেও কেন কোনও পাচারকারীকে তারা ধরতে পারছে না? যেসব প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠছে এদিনের এই বিপুল পরিমান সাপের বিষ উদ্ধারকে ঘিরে। যদিও এসব নিয়ে সাংবাদিকদের কাছে কোনও মন্তব্যই করতে চাননি বিএসএফ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *