সম্প্রদায়ের স্বীকৃতি ও সার্বিক উন্নতির দাবিতে আন্দোলন পুরুলিয়ার কুম্ভকারদের

সাথী দাস, পুরুলিয়া, ৫ ফেব্রুয়ারি: সম্প্রদায়ের স্বীকৃতি ও সার্বিক উন্নতির দাবিতে আন্দোলন শুরু করলেন পুরুলিয়ার কুম্ভকাররা। বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আজ মূলত নিজেদের অস্তিত্বের জানান দিতেই বিশাল জনসভা করল পুরুলিয়া জেলা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি।

এদিন পুরুলিয়া শহরে কয়েক হাজার কুম্ভকার সম্প্রদায়ভুক্ত মানুষ মিছিল করেন। মহিলা পুরুষ যুবক যুবতী প্রবীণরা হাতে তাঁদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। কুম্ভকার উন্নয়ন বোর্ড গঠন, কুম্ভকার সমাজের ব্যক্তিকে শিল্পীর মর্যাদা ও মাটির জিনিস তৈরি করার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, কুম্ভকার জাতিকে ওবিসি ‘বি’ থেকে ওবিসি ‘এ’ ক্যাটাগরিতে আনা সহ মোট সাত দফা দাবি জানিয়ে পুরুলিয়ার জেলাশাসককে স্মারকলিপি দেয় ওই সমিতি। মিছিল শেষে পুরুলিয়া ট্যাক্সি স্টান্ডে বিশাল জনসভা করে কুম্ভকার জাতিদের অস্তিত্ব প্রমাণ করে। সম্প্রতি কুড়মি উন্নয়ন বোর্ড, বাউরি উন্নয়ন বোর্ড সহ একাধিক জাতি উন্নয়ন বোর্ড গঠন হয়েছে। তাই, এবার কুম্ভকার  উন্নয়ন বোর্ডের দাবি জোরাল হল বলে মনে করছেন কুম্ভকার সম্প্রদায়ের মানুষ জন।

সমিতির জেলা সভাপতি সুনীল কুমার, পদাধিকারী ফণীভূষণ কুমার, সুষেন মাঝি, উজ্জ্বল কুমার জানান, “আমরা দলমত নির্বিশেষে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব। কারণ, জেলার জনসংখ্যার ১৪ শতাংশ মানুষ কুম্ভকার। অধিকাংশই জাতিগত পেশার উপর জীবন জীবিকা নির্ভর করেন। প্রায় ৩ লক্ষ ভোটার রয়েছেন। অথচ, সরকারিভাবে স্বীকৃতি নেই। সমাজের আর্থিক ও সংস্কৃতির উন্নয়নের জন্য কোনও বোর্ড নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *