সাথী দাস, পুরুলিয়া, ২৮ আগস্ট: কোরোনা পরিস্থিতিতে ইলেকট্রিক বিল মকুব সহ একাধিক দাবিতে “সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি” অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল পুরুলিয়ায়। এদিন পুরুলিয়া শহরের তথ্য ও সংস্কৃতি দফতরের কাছে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের পুরুলিয়া জেলা শাখার সাধারণ সম্পাদিকা সুজাতা সিনহা। এছাড়াও আন্দোলনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তঃ থেকে আসা সংগঠনের সদস্যারা।

সুজাতা সিনহা জানান, “রাষ্ট্রায়ত্ব বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণ করা হচ্ছে। আমরা তাই, কেন্দ্রীয় সরকারের এই নীতির তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া রয়েছে। স্বনির্ভর মহিলা গোষ্ঠীগুলির সমস্ত ঋণ মকুব, বেকার যুবক যুবতীদের চাকরি প্রদান, স্বল্প সুদে ঋণ প্রদান, ইলেকট্রিক বিল মকুব, ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ প্রদানের দাবি যতদিন না পূরণ হচ্ছে এই আন্দোলন জারি থাকবে।”

