সাথী দাস, পুরুলিয়া, ১৫ জানুয়ারি: কাজের স্বীকৃতি চাইছেন পুরুলিয়া জেলার ‘বিএলটি কর্মী সমিতি’। আজ মূলত সেই দাবি নিয়ে আন্দোলন শুরু করলেন ওই সংগঠিত প্রশিক্ষকরা। স্থায়ীকরণ, সমকাজে সম বেতন সহ চার দফা দাবিতে জেলাশাসকের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ দেখালেন চুক্তভিত্তিক পুরুলিয়া জেলার ব্লক লেবেল ট্রেনার কর্মীরা। পরে জেলাশাসকের উদ্দেশ্যে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন তাঁরা। তার আগে সমবেত হয়ে পুরুলিয়া শহরের একাংশে তাঁরা মিছিল করেন। মিছিলে স্লোগানে স্লোগানে তাদের দাবি তোলেন সমিতির সদস্যরা।
২০১৮ সালে জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ৫ জন করে কর্মী নিয়োগ করা হয়েছে। যাঁরা স্বনির্ভর দল গঠন, ভূমি সংস্কার দফতরের জমি সংক্রান্ত কাজ, কোভিড সচেনতামূলক শিবির করে প্রশিক্ষণ দিয়ে আসছেন। সমিতির সদস্যারা জানান, “এই কাজের স্থায়ীকরণ নেই, পরিচয় পত্র নেই, মাসিক বেতন নেই। যেদিন কাজ পাই সেদিন ২০০ টাকা করে রোজগার হয়। এবছর ২০২০ সালে মাত্র ১৫টি কাজ পেয়েছি। এভাবে চললে আমরা কাজ করবো কী করে। সকলের পরিবারে দেখা দিয়েছে অভাব।”
আন্দোলনকারীদের দাবি, সকল কর্মীদের পরিচয় প্রদান করতে হবে, কাজের স্থায়িকরণ করতে হবে, মাসিক ১৫ হাজার টাকা বেতন প্রদান করতে হবে। না হলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।