বিশ্বজিৎ রায়, আমাদের ভারত, হাওড়া, ১ মে: অবশেষ হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল থেকে সদ্যোজাত সন্তানকে নিয়ে ঘরে ফিরলেন করোনা যুদ্ধ জয়ী মহিলা।উল্লেখ্য কয়েকদিন আগেই ওই মহিলা করোনায় আক্রান্ত ছিলেন ও গর্ভবতী ছিলেন।সন্তান জন্ম দেওয়ার পর চিকিৎসকরা মাত্র তিনদিনের শিশুর করোনা পরীক্ষা করেন এবং তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর সযত্নে শিশুটি লালিত হতে থাকে নার্সের কাছে। শুক্রবার ওই মহিলার করোনা পরীক্ষার সব রিপোর্ট নেগেটিভ জেনে চিকিৎসক ছুটি ঘোষনা করেন। এরপর বাড়ি ফেরেন ওই মহিলা।

উল্লেখ্য, করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর শিবপুরের বাসিন্দা ওই মহিলার সন্তান প্রসব ও সন্তানের করোনা সংক্রমণ নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন চিকিৎসকরা। কিন্তু তিনদিনের শিশুর লালারস পরীক্ষা করার পর জানা যায় শিশুটি করোনা মুক্ত। এরপর তাকে আলাদা রেখে মায়ের করোনা চিকিৎসা চলছিল।শুক্রবার করোনা জয়ী হন ওই মহিলা। সব রিপোর্ট নেগেটিভ আসার ফলে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। এই সাফল্যে খুশি তার পরিবার ও চিকিৎসকরা। মা ও সন্তান দুজনেই আপাতত সুস্থ।

