করোনাকে জয় করে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন মহিলা

আমাদের ভারত, হাওড়া, ২৫ আগস্ট: এক করোনা আক্রান্ত সন্তান সম্ভবা মহিলাকে করোনা মুক্ত করে সুস্থ সন্তান সহ বাড়ি পাঠাল হাওড়া জেলার অন্যতম কোভিড হাসপাতাল ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতাল। মঙ্গলবার মা ও সদ্যোজাতকে বাড়ি ফেরাতে পেরে খুশি চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানাগেছে, হাওড়ার বাসিন্দা বছর চল্লিশের সন্তান সম্ভবা ওই মহিলা করোনা পজিটিভ হয়ে চলতি মাসের ১০ তারিখে ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভর্তি হয়। ১৩ তারিখ ওই মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেন। যদিও পরবর্তী সময়ে শিশুটির শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে এসএনসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, একইসঙ্গে মা ও শিশুর চিকিৎসা করার পর মা ও শিশু দুজনেই সুস্থ হয়ে ওঠে এবং দুজনেরই করোনা রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।

এই প্রসঙ্গে সঞ্জীবন হাসপাতালের কর্ণধার ডাক্তার শুভাশিস মিত্র জানান, করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এই ধরনের সাফল্য চিকিৎসকদের কাজে উৎসাহ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *