আমাদের ভারত, হাওড়া, ১১, মার্চ: মায়ের পছন্দ মত ছেলেকে বিয়ে না করায় ১৫ বছরের মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার মাজু খাঁ পাড়ায়। মৃতের নাম আনিসা খাতুন।
অভিযোগ আনিসা কয়েক মাস আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। কিন্তু যেহেতু মেয়েটি নাবালিকা তাই তার মা তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। তাকে বলে ১৮ বছর হলে আবার তাকে তার বরের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আনিসার বর বেশ কয়েকবার তাদের বাড়িতে দেখা করতেও আসে। কিন্তু আনিসার মা জানিয়ে দেয় যে তার মেয়ের সঙ্গে আর কোনো ভাবে দেখা করা যাবে না। পরে আনিসাকে তার নিজের বাড়ি থেকে ধূলাগড়ে তার মাসির বাড়িতে আটকে রাখে বলে অভিযোগ। কিন্তু আনিসা কোনওভাবে তার বরকে ফোন করে এবং ওই যুবক তাকে উদ্ধার করে নিয়ে যায়।
আনিসার বিয়ে হয়েছিল তাদের পাড়াতেই। তাই একদিন আনিসার মা এবং মাসি মিলে মেয়েটিকে তার শ্বশুরবাড়ি থেকে মারতে মারতে নিয়ে আসে। বুধবার সকাল বেলা আনিসার মা একটি বেল্ট দিয়ে আনিসার গলায় ফাঁস দিয়ে তাকে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ আনিসার মা, মাসি এবং মেসোমশাইকে গ্রেপ্তার করেছে।