প্রতারণা চক্রের হাতে অজান্তেই ব্যাঙ্ক থেকে উধাও রামপুরহাটের এক বয়বসায়ীর টাকা

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৭ সেপ্টেম্বর: এবার সাইবার প্রতারণার শিকার হলেন রামপুরহাটের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে কয়েক হাজার টাকা। ঘটনায় আতঙ্কিত ওই ব্যবসায়ী প্রথমেই দ্বারস্থ হন ব্যাঙ্কে। কিন্তু কোনো লাভ হয়নি। লাভ হয়নি থানায় গিয়েও। ফলে ব্যাঙ্কের প্রতি আস্থা হারাচ্ছেন ব্যবসায়ী এবং তার পরিবার।

সারা দেশজুড়ে শুরু হয়েছে সাইবার প্রতারণা। ওটিপি ছাড়াই গ্রাহকদের অজান্তেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। সেই রকমই প্রতারণার স্বীকার হয়েছেন বীরভূমের রামপুরহাটের বাসিন্দা কৌশিক চৌধুরী নামে এক নির্মাণ সংস্থার কর্ণধার। তার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে পনেরো হাজার টাকা। শুধু দুটি অ্যাকাউন্টই নয়, ওই ব্যবসায়ীর আরো একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেছে সাইবার প্রতারণা চক্রের দুষ্কৃতিরা। ১৩ সেপ্টেম্বর রাত বারোটা চব্বিশ মিনিট নাগাদ মোবাইলে মেসেজ পান তার অ্যাকাউন্ট হ্যাক করে ব্যালেন্স ইনকোয়ারি করা হচ্ছে। এরপর তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই তিনি জানতে পারেন ২৯ আগস্ট থেকে পরপর চারবারে পনেরো হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন ওই নির্মাণ ব্যবসায়ী কৌশিক চৌধুরী। তিনি বলেন, “স্টেট ব্যাঙ্কের ম্যাসেজ পেয়েই পরদিন সকালে ব্যাঙ্কে যাই। সেখানে গিয়েই প্রতারণার বিষয়ে জানতে পারি। এরপর অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেখতে গিয়ে দেখি চারবারে ১৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু কোনো ম্যাসেজ আমি পাইনি। এরপরেই ব্যাঙ্কের বায়োমেট্রিক সুবিধা বন্ধ করে দিই। কিন্তু আগামী দিনে কিভাবে ব্যাঙ্কে টাকা রেখে ব্যবসা করব বুঝতে পারছি না। কারণ প্রতারণা হবে না এমন নিশ্চয়তা ব্যাঙ্কও দিতে পারছে না। বিষয়টি আমি লিখিত ভাবে পুলিশকে জানিয়েছি। আমার অনুরোধ, পুলিশ এই প্রতারণা চক্রের শিকড় খুঁজে বের করুক। তা না হলে বহু মানুষ অজান্তেই নিঃস্ব হয়ে যাবে”।

2 thoughts on “প্রতারণা চক্রের হাতে অজান্তেই ব্যাঙ্ক থেকে উধাও রামপুরহাটের এক বয়বসায়ীর টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *