গচ্ছিত রেখেও সময় মতন মিলছে না টাকা, অভিযোগ নদিয়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ সেপ্টেম্বর: টাকা গচ্ছিত রেখেও সময় মতন টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এমনই অভিযোগ উঠেছে নদিয়ার বাহিরগাছির হেমায়েতপুর হাজরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিরুদ্ধে।

নদিয়ার বাহিরগাছি হেমায়েতপুর হাজরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিজেদের সামর্থ্যমতন টাকা জমিয়েছিলেন গ্রাহকরা। প্রয়োজনের সময় টাকা তুলতে না পারায় চরম সমস্যায় পড়েছেন গ্রাহকরা। বিগত ছয় মাস ধরে সমিতিতে এসে খালি হাতে তারা ফিরে যাচ্ছেন। টাকা নেই বলে পরিষ্কার জানানো হচ্ছে গ্রাহকদের। গ্রাহকরা সময় মতন লোন পরিশোধ না করায় সামরিক এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সমিতির ম্যানেজার নরেশ বিশ্বাস। নিজেদের টাকা পেতে
মাসের পর মাস ঘুরে যেতে হচ্ছে কৃষি উন্নয়ন সমিতির গ্রাহকদের।

গ্রাহক নিত্যগোপাল বিশ্বাস বলেন,”তার বহিরগাছি কৃষি উন্নয়ন সমিতিতে তিন লাখ টাকা এমআইএস করা আছে। প্রত্যেক মাসে সেখান থেকে ২০০০ টাকা করে পাওয়া যায়। মাস ৬ হল এই সুদের টাকা তিনি পাচ্ছেন না। সমিতির ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, টাকা নেই। সারাদিন বসে থাকার পর টাকা না নিয়ে বাড়ি ফিরে যাওয়া এখন নিত্য সঙ্গী”।

সদানন্দ দাস জানান, তার একটা ছোট কাপড়ের দোকান আছে। প্রত্যেক বছর পুজোর সময় সেভিংসের টাকা তুলে ব্যবসার কাজে তিনি লাগান। কিন্তু এরা টাকাটা দিচ্ছে না। ৬ মাস হল এরা ঘোরাচ্ছে। প্রচুর মানুষ কেউ টাকার জন্য শুয়ে থাকছে, কেউ বসে থাকছে। আর সমিতি বলছে টাকা নেই। হাজার টাকা নিয়ে যাও বাকি পরে নিও অন্যদিন আসো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *