“মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্ত ভুল ছিল না,” মামলার রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ২ জানুয়ারি:
পুরনো এক হাজার টাকা এবং পাঁচশো টাকার নোট বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি হয়েছিল সোমবার তার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, কেন্দ্রের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না আর সেই জন্য কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থনও জানিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট আরো বলেছে, কেন্দ্র সরকারের আর্থিক কোনও সিদ্ধান্তকে পাল্টে দেওয়া যায় না। আদালতের পর্যবেক্ষণ কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিবেচনা করে কেন্দ্রের সিদ্ধান্তকে পাল্টানো যায় না। রিজার্ভ ব্যাংকের সঙ্গে ছয় মাস ধরে আলোচনা করেই কেন্দ্র নোট বন্দি করার সিদ্ধান্ত নিয়েছিল। রায় ঘোষণার সময় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। কেন্দ্রের সিদ্ধান্তের পক্ষে মত দেন চার বিচারপতি, বিরুদ্ধে মত দেন একজন।

নোটবন্দির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ৫৮ টি পিটিশন দায়ের করা হয়েছিল। আবেদনকারীদের যুক্তি, সরকার সঠিক পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেয়নি এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা উচিত। সরকারের পাল্টা যুক্তি ছিল, বাস্তবে এই সিদ্ধান্তকে বাতিল করা সম্ভব নয়। নোট বন্দির সিদ্ধান্ত বাতিল করতে হলে সময়ের পিছনে গিয়ে বাতিল করতে হবে বলেও দাবি করেন কেন্দ্রের আইনজীবী।

বিচারপতি এস এ নাজির নেতৃত্বে পাঁচ বিচারপতির সংবিধানিক বেঞ্চ শীতকালীন বিরতির আগে বাদী বিবাদী পক্ষের যুক্তি শুনেছিল এবং ৭ই ডিসেম্বর রায় স্থগিত রেখেছিল।

২০১৬ সালের ৮ ই নভেম্বর ৫০০এবং ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট চালু সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রে যুক্তি ছিল কালো টাকা রমরমা রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোদী সরকারের তরফে দাবি করা হয়েছিল, পুরনো নোট বদল করলে কালো টাকা রাখা ব্যক্তিরা একদিকে যেমন বিপদে পড়বে তেমনই ভারতীয় অর্থনীতিতে স্বচ্ছতা আসবে। তবে নোট বন্দির পর কিছুটা হলেও সমস্যার মুখে পড়েছিল সাধারণ মানুষ। ব্যাংকের বাইরে নতুন টাকা পেতে বিরাট বিরাট লাইন পড়ে গিয়ে ছিল। টাকা বদলানোর ভিড়ে অনেকে অসুস্থও হয়ে পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *