আশিস মণ্ডল, বীরভূম, ৯ অক্টোবর: পুজোর আগে মুখ্যমন্ত্রীর মাসির বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে এলেন বীরভূমের সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতি সাহা। শনিবার সকালে বীরভূমের মহম্মদ বাজার থানার কুমোরপুর গ্রামে যান নীলাবতি সাহা। সঙ্গে ছিলেন বিধায়কের স্বামী দেবাশিস সাহা, তৃণমূল ব্লক সভাপতি তাপস সিনহা। বাড়িতে এসে বিধায়ক উপহার দেওয়ায় খুশি মাসি সন্ধ্যা গঙ্গোপাধ্যায়। হাতের কাছে বিধায়ককে পেয়ে পাড়ায় একটি টিউবওয়েলের দাবি জানিয়েছেন তিনি।
নীলাবতি সাহা বলেন, “মাসিমার বাড়ি আমার বিধানসভা এলাকায়। তাই পুজোর আগে তাঁর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এলাম। উনি আমাকে একটি টিউবওয়েলের দাবি জানিয়েছেন। পুজোর পর ওই দাবি পূরণের চেষ্টা করব”। এদিন সন্ধ্যাদেবীর হাতে শাড়ি, ফল, চাল, ডাল, মিষ্টি তুলে দেওয়া হয়।