ঘাটালে বঙ্গধ্বনি কর্মসূচিতে বিধায়ক রান্নাও করছেন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ডিসেম্বর:
শুরু হয়েছে শাসকদলের বঙ্গ ধ্বনি কর্মসূচি। ঘাটালে দেখা গেল এই কর্মসূচিতে মানুষের বাড়িতে গিয়ে শাসকদলের নেতারা গৃহস্থের হাঁড়িতে ভাত রান্নাও করছেন।

একুশের নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি কর্মসূচি। এই কর্মসূচিতে বিগত বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের দিক মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। জনসংযোগের মাত্রাও বাড়িয়েছে এই কর্মসূচি। তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকায় মানুষের একেবারে দুয়ারে গিয়ে উন্নয়নের কথা বলছেন।

ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই প্রত্যন্ত প্রান্তে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। বাঁটি দিয়ে তরকারিও কেটে দিচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন ভূমিকায় শংকরবাবুকে দেখা যাচ্ছে। কখনও তিনি কাঠ কাটছেন, কখনো আবার ক্রিকেটের ব্যাট হাতে মাঠে নেমে পড়েছেন, কখনও বা গৃহস্থের বাড়িতে গিয়ে ভাতের হাঁড়িতে ভাত রান্না করতে সহায়তা করছেন। কখনো রোদে শুকোতে দেওয়া ধান আরো সুন্দর করে বিছিয়ে দিচ্ছেন, আবার ধান ঝড়ছেন। এমনকি জ্বালানির জন্য কঞ্চিও কেটে দিচ্ছেন।

বিভিন্ন রূপে বিধায়ককে দেখে মানুষজন বলছেন সারাবছর যদি এইভাবে নেতারা পাশে থাকতেন তাহলে হয়তো ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *