পোষ্য কুকুরকে তুলে নিয়ে গেল দুষ্কৃতিরা, বেলদা থানায় অভিযোগ দায়ের মালিক স্বরূপ দাসের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: মূল্যবান উন্নত প্রজাতির বিদেশি পোষ্য কুকুর চুরি করে নিয়ে গেল কয়েকজন ব্যক্তি। সিসিটিভি তে ধরা পরল সেই চিত্র। স্নেহের পোষ্য কুকুরকে হারিয়ে এখন অসহায় অবস্থা মালিকের। যদিও ঘটনা ঘটে যাওয়ার পর তৎক্ষণাৎ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ইতিমধ্যেই পোষ্য কুকুরের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার চক আস্তি এলাকায়।

ঘটনায় জানা যায়, গত ১৪ আগস্ট বিকেল ঠিক ৪টে নাগাদ দু’জন ব্যক্তি গাড়ি করে এসে ওই এলাকায় ওই পোষ্য কুকুরের মালিক স্বরূপ দাসের হোটেলে এসে খাবার নেওয়ার পর হোটেলের কর্মীদের অলক্ষে তার পোষ্য কুকুরটিকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। এরপর বহু খোঁজাখুঁজির পরে পোষ্য কুকুরের খোঁজ না পেয়ে সিসিটিভির ফুটেজ খুঁজে দেখা যায় ওই হোটেলে খাবার নিতে আসা দুজন ব্যক্তি তার পোষা কুকুরটিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। যদিও ওই দুই ব্যক্তির পরিচয় জানেন না হোটেল মালিক স্বরূপ দাস সহ তার কর্মীরা। তাই তড়িঘড়ি সেদিন বেলদা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।

প্রসঙ্গত, স্বরূপ দাসের কালো ও সাদা রংয়ের মোট দুটি বিদেশি উন্নত প্রজাতির পোষ্য কুকুর রয়েছে। যেগুলি তিনি যথাক্রমে ১৮ ও ১২ হাজার টাকায় কিনেছিলেন। বর্তমান যে কালো রঙের পোষ্য কুকুরটি খোয়া গিয়েছে সেটি তিনি ১৮ হাজার টাকায় কিনেছিলেন। কুকুরটির মাত্র দেড় বছর বয়স হয়েছে। দেড় বছর ধরে পোষ্য কুকুরকে লালন-পালন করার পর তা খোয়া যাওয়ায় ইতিমধ্যে তার পোষ্যটিকে খুঁজে পাওয়ায় জন্য বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেছেন তিনি। তার এই পোষ্য কুকুরটিকে যে বা যারা নিয়ে গেছেন তারা যাতে আবার পুনরায় তাকে ফেরত দেন আজ তিনি সে আবেদন রাখলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *