সিভিক পুলিশের নজর এড়িয়ে রাস্তায় গাছ ফেলে চলল একের পর এক ছিনতাই

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৪ আগস্ট:
ঢিল ছোঁড়া দূরত্বে ডিউটি করছে সিভিক পুলিশ, তা সত্ত্বেও রাস্তায় গাছ ফেলে একের পর এক গাড়ি আটকে চলল ছিনতাই, কেড়ে নেওয়া হলো টাকা, মোবাইল সেইসঙ্গে অলংকার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।

সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাথানগাছি গ্রামের ওপর দিয়ে গেছে বাদকুল্লা- বেলেডাঙ্গা রাজ্য সড়ক। গতকাল গভীর রাতে, বাথানগাছি হাই স্কুলের পাশেই ওই রাস্তায় কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা দিয়ে রাস্তার পাশের একটি গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখে। ওই সময় যারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাদের আটকায় দুষ্কৃতীরা। তাদের কাছ থেকে প্রাণের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় টাকা, কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় অলংকার, সেইসঙ্গে মোবাইল। সূত্রের খবর, দুষ্কৃতীদের হাতে ধারালো অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ছিল।

জানা যায় দুষ্কৃতীরা যে স্থানে ছিনতাই চালিয়েছে তার ঢিলছোড়া দূরত্বে রয়েছে আরবান্দি গ্রাম পঞ্চায়েত অফিস। সেখানেই সিভিক ভলান্টিয়ার মোতায়েন করেছে শান্তিপুর থানার পক্ষ থেকে। এর আগেও একাধিকবার ওই রাস্তায় ছিনতাই চালিয়েছে দুষ্কৃতীরা। তারপর থেকেই ওই স্থানে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। প্রশ্ন উঠছে গতকাল রাতে ঘন্টার পর ঘন্টা ছিনতাই চালালেও সিভিক ভলান্টিয়ার কেন কিছু বুঝতে পারলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে দুষ্কৃতীদের চিহ্নিত গ্রেফতার করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *