আমাদের ভারত, হাওড়া, ১৩ অক্টোবর: কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সোনার অলংকার ও নগদ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জগৎবল্লভপুর থানার প্রতাপপুরে।ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১০টা নাগাদ জগৎবল্লভপুরের বেলে ত্রিপুরার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী দেবরাজ হাজরা দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রতাপপুরে পৌঁছানোর পর তিন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। তাঁর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দেওয়ায় দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং পরে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে স্বর্ণ ব্যবসায়ী বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে স্বর্ণ ব্যবসায়ীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা বাইক ফেলে পালিয়ে যায়। রাতেই আক্রান্ত ব্যবসায়ী জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দেবরাজ হাজরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও বাইক নিয়ে বাড়ি ফেরার সময় তিন দুষ্কৃতী তার পথ আটকে তার হাত থেকে প্রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দেওয়ায় তাকে মারধর করে পরে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্বর্ণ ব্যবসায়ীর দাবি দুষ্কৃতীরা ১০০ গ্রাম সোনার অলংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে গেছে। জগৎবল্লভপুর থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।