আমাদের ভারত, ৫ এপ্রিল: গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরের বাইরে পুলিশের উপর হামলায় মূল অভিযুক্ত আহমেদ মুর্তজা আব্বাসের সঙ্গে যোগ রয়েছে জঙ্গি সংগঠন আইসিসের। বহুদিন ধরেই অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের র্যাডারে ছিল সে। পুলিশ সূত্রে খবর, মুর্তাজার ল্যাপটপ ও মোবাইলে একাধিক আইসিস জেহাদিদের নাশকতার ভিডিও পাওয়া গিয়েছে। একই সঙ্গে জানা গেছে, সে জাকির নায়েকের অনুগামী।
রবিবার রাতে গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরের বাইরে “আল্লাহু আকবর” স্লোগান তুলে নিরাপত্তা কর্মীদের ওপর চড়াও হয় এক যুবক। তাকে ধরতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জখম হন তিন পুলিশকর্মী। ইতিমধ্যেই ওই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে চিহ্নিত করেছে উত্তরপ্রদেশ সরকার।
এবার ক্রমশ সেই সন্ত্রাসের যোগ স্পষ্ট হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। মুম্বই আইআইটি প্রাক্তনী মুর্তাজা আব্বাস দীর্ঘদিন ধরে এটিএসের র্যাডারে ছিল। এমনকি ছদ্মবেশে তার বাড়িতে হানা দিয়েছে এটিএস কর্তারা। কিন্তু সেই সময় মুর্তাজা নেপালে গা ঢাকা দিয়েছিল। যদিও গোরক্ষপুর মন্দিরে হামলার পর থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে। মুর্তাজাকে লাগাতার জেরা করছে পুলিস। জেরা থেকে নানা তথ্য পাওয়া গেছে। ল্যাপটপ, মোবাইল থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রের দাবি, ধৃত মুর্তজার মোবাইলে জেহাদি ভিডিও পাওয়া গেছে। মোবাইল ও পেন ড্রাইভে ছিল সিরিয়া এবং আইসিস জেহাদিদের হামলার ভিডিও। গেরিলা কায়দায় হামলা চালানোর বিভিন্ন ভিডিও রয়েছে তার কাছে। মুর্তাজা ভারতের নিষিদ্ধ ধর্মপ্রচারক জাকির নায়েকের অনুগামী। তার ভাবধারায় অনুপ্রাণিত সে। মুর্তাজা মনে করে মন্দিরে হামলা চালানোর সময় নিরাপত্তারক্ষীদের হাতে তার মৃত্যু হলে তাকে শহীদের সম্মান দেওয়া হতো। পুলিশের দাবি, এই ভাবধারায় অনুপ্রাণিত হয়েই সে গোরক্ষনাথ মন্দিরের বাইরে হামলা চালিয়েছে।