লকডাউনের জেরে রেশনের দোকানের লাইনে মধ্যবিত্তরাও

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২ মে: লকডাউনে ব্যাগ হাতে রেশনের দোকানে লাইন দিচ্ছেন মধ্যবিত্তরাও। এতদিন রেশনে নির্ধারিত মূল্য দিয়ে চাল কিনতে হচ্ছিল মূলত ইচ্ছুক মধ্যবিত্তদের। ১ মে থেকে  বিনামূল্যে রেশনে চাল দেওয়ায় লাইন দিতে দেখা যাচ্ছে প্রচুর গ্রাহককে। তবে শুধু এই কারণে নয়, অন্যতম বড় কারন হচ্ছে লকডাউনে দিশেহারা হয়েছেন মধ্যবিত্তরা। তাই তারাও এখন লাইন দিচ্ছেন রেশন দোকানে।

রেশন দোকানে ব্যাগ হাতে লাইনে দাঁড়ানো এমনই এক মধ্যবিত্ত পরিবারের সদস্য পুলক নাগ বলেন, “দীর্ঘ লকডাউনে হাতের টাকা শেষ হয়ে গিয়েছে। টাকা ছাড়াই চাল পাওয়ায় খুব উপকৃত হচ্ছি।” আগে রেশনে টাকা দিয়ে চাল, আটা কিনতেন না। এবার হাতে টান পড়ায় রেশনের চাল নিতে লাইনে দাঁড়ান বলে জানান আর এক ব্যক্তি অরূপ সেন। মধ্যবিত্তরা লাইন দিলেও উচ্চবিত্তদের অবশ্য লাইনে দেখাযাচ্ছে না।

রেশন দোকানে ভিড় হওয়ায় প্রশাসনও নজরদারি শুরু করেছে। প্রাপকদের লম্বা লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরে রয়েছেন কি না সব কিছুর বিষয়ে নজর রাখছে পুলিশ। কোথাও রোদ গরম এড়াতে ছায়ায় আশ্রয় নেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *