পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: আজ ঘাটালের মনোহরপুর গ্ৰামীন এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এসে পৌঁছানোর পরেই তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ১০০ দিনের কাজের টাকা কেন পাওয়া যাচ্ছে না, তা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ১০০ দিনের কাজ সহ নানান প্রকল্পে দুর্নীতি ধরা পড়েছে বিভিন্ন সময়। ঘাটালেও ১০০ দিনের কাজে দুর্নীতি ধরা পড়ে। আর তা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে দুই রাজনৈতিক দলের স্লোগান শুনতে পাওয়া যায়। একদিকে জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয় স্লোগান। আর অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা এই শ্লোগান।