জমির পাট্টা পেয়ে মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ করলেন পলতার উদ্বাস্তু পরিবারের সদস্যরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ ফেব্রুয়ারি:
রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তর ব্যারাকপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পলতা শান্তিনগর এলাকার ৮টি উদ্বাস্তু পরিবারের হাতে সরকারি জমির পাট্টা তুলে দিল উত্তর ব্যারাকপুর পৌরসভা কর্তৃপক্ষ। উত্তর ব্যারাকপুর পৌরসভা চত্বরে সোমবার দুপুরে এই পাট্টা বিলি করা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরে নির্দেশ দিয়েছেন বিভিন্ন পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বাস্তুদের যাতে দ্রুত সরকারি দলিল দেওয়া হয়। সেই মতই উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এদিন পাট্টা দেওয়া হল। সরকারি জমির দলিল হাতে পেয়ে ভীষন খুশি বাসিন্দারা। প্রায় ৩০ বছর পর সরকারি জমির দলিল হাতে পেলেন শান্তি নগর এলাকার উদ্বাস্তু পরিবারের সদস্যরা। দলিল পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তাদের স্বপ্ন পূরণ হল। বাম আমল থেকে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে ঘুরেও যে কাজ তাদের হয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্নই পূরণ করেছে তাদের। পাট্টা প্রাপকরা দুহাত ভরে আশীর্বাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রশাসক মলয় ঘোষ বলেন, “উদ্বাস্তু পরিবারের সদস্যদের হাতে আজকে পাট্টা তুলে দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এই মানুষগুলো বাম আমল থেকে সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছিল। আজ ওদের হতে সরকারি দলিল তুলে দিতে পারলাম। এই শুভ দিনে আমাদের পৌরসভার পক্ষ থেকে ওদের হাতে পাট্টার সঙ্গে আমরা মিষ্টির প্যাকেটও দিলাম। ওদের হাসি মুখ দেখে আনন্দ হচ্ছে। সবই সম্ভব হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য। দিদি যেভাবে বাংলার মানুষের পাশে আছে, তাতে সকলেই দিদিকে আশীর্বাদ করেছেন। আগামী দিনে অন্যান্য যারা জমির পাট্টা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেককে দ্রুত সরকারি ব্যবস্থাপনায় পাট্টা তুলে দেব আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *