বাহানগায় গিয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানালো মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যরা

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১২ জুন: ওড়িশার বাহানগায় গিয়ে রেল দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানালো মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যরা। শনিবার মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে বাহানগা হাইস্কুল প্রাঙ্গণে মৃতদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

মৃতদের স্মৃতিতে প্রতিনিধি দলের সাত সদস্য সুভাষ জানা, আলোক মাইতি, নরসিংহ দাস, শুভাশিস প্রধান, কালীচরণ দাস, নবকুমার সাহু এবং ভাস্করব্রত পতি প্রত্যেকে একটি করে বট, চাঁপা, বকুল, করবী, কৃষ্ণচূড়া, অমলতাশ, পলাশ গাছের চারা রোপণ করেন। স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় চারাগাছগুলো টবে রোপণের ব্যবস্থা করা হয়। স্কুলের যে যে রুমে মৃতদেহ রাখা হয়েছিল, সেইসব অংশ ভেঙ্গে নতুন করে নির্মান করা হচ্ছে। স্কুল চত্বরে নির্মাণ কাজ শেষ হলে গাছগুলি স্কুল চত্বরে রোপন করা হবে।

কুইজ কেন্দ্রের এই কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্কুলের প্রধান শিক্ষিকা প্রমীলা সোয়াইন, অভিভাবক প্রতিনিধি মনিভদ্র নায়েক, দশম শ্রেণির ছাত্রী অনন্যা প্রিয়দর্শিনী নায়েক, এসএমসি সদস্য আশিষ কুমার সাহু, ভাইস প্রেসিডেন্ট দীপাঞ্জলী সাহু, শিক্ষিকা স্মৃতিরেখা পণ্ডা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *