পুরুলিয়ার সবজি বিক্রেতাদের মাস্ক পরিয়ে দিল ‘আমরা কজন’ এর সদস্যরা

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুন: লকডাউনে মিলেছে ছাড়, জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য হয়েছে শিথিলতা। কিন্তু জারি রয়েছে স্বাস্থ্য আচরণবিধি। বাধ্যতা রয়েছে মাস্ক ব্যবহারের।  লকডাউন আড়াই মাস হলেও এখনো কিছু মানুষের বিধি মানার প্রবণতা দেখা যায়নি। এদের মধ্যে রয়েছেন সবজি বিক্রেতারাও। আর তাই ওই সব মানুষকে সচেতন করে তুলে এবং তাঁদের হাতে মাস্ক তুলে দিলেন পুরুলিয়ার কয়েকজন ।

‘আমরা কজন’ নামে পুরুলিয়ার ওই সংস্থাটির সদস্যরা বিভিন্ন হাটের সবজি বিক্রেতাদের মুখে মাস্ক পরিয়ে দিলেন। পথচলতি মানুষ ও কিছু সাফাই কর্মীদেরও মাস্ক তুলে দিলেন ওই সংস্থার সদস্যরা। জনসচেতন বাড়িয়ে  সুস্থ পরিবেশ গড়ে তোলাই তাঁদের উদ্দেশ্যে বলে ‘আমরা কজন’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *