জলপাইগুড়িতে পুজো কার্নিভালের প্রস্তুতি নিয়ে বৈঠক জেলা প্রশাসনের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ সেপ্টেম্বর: দুর্গা পুজোর পর ৭ অক্টবর জলপাইগুড়িতে কার্নিভালের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। সোমবার কার্নিভালের প্রস্তুতি নিয়ে পুরসভার হল ঘরে জরুরি বৈঠকে বসল জেলা প্রশাসন। জেলাশাসক, জেলা পুলিশ, পুর কর্তৃপক্ষ, পূর্ত দফতর, বিদ্যুৎ দফতর এছাড়া প্রায় কুড়িটি পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কার্নিভালে প্রায় কুড়িটি বড় পুজো কমিটি অংশগ্রহণ করবে। দু’টি গাড়িতে প্রতিমা থাকবে একটি গাড়িতে পুজো কমিটির সদস্যরা থাকবে। এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে পিডাব্লুডি মোড় থেকে কার্নিভাল শুরু হবে। পোস্ট অফিস মোড়, থানা মোড়, ডিবিসি রোড, তিন নম্বর ঘুমটি হয়ে আবার পোস্ট অফিস মোড় হয়ে কিং সাহেব ঘাটে গিয়ে শেষ হবে। কিং সাহেব ঘাটে সব প্রতিমা নিরঞ্জন হবে। এদিকে বেশ কয়েকটি পুজো কমিটি কার্নিভালের রুট নিয়ে একাধিক প্রস্তাব তুলে দিয়েছেন। কেউ বলছেন মার্চেন্ট রোড হয়ে বেগুনটারি রুট ব্যবহার করলে ভাল হয়।
পুজো কমিটির প্রস্তাব নিয়ে আলোচনা করে কার্নিভালের রুট বদলের সিদ্ধান্ত নেওয়া হবে। কার্নিভালে ডিজে ব্যবহার করা যাবে না। মিউজিক থিম রয়েছে সেটাই বাজবে। পুজো কমিটিকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে। প্রত্যেক পুজো কমিটি থেকে একজন করে থাকবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। বৈঠক শেষে টোটোয় করে কার্নিভালের রুট পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরা৷

জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “দুই বছর বাদে দুর্গা পুজোয় সকলে আনন্দে মেতে উঠবে। আমরা আশাকরি জলপাইগুড়ি কার্নিভাল খুবই সুন্দর হবে।”

জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, “সব পুজো কমিটিকে ডাকা হয়েছে, যারা কার্নিভালে অংশগ্রহণ করবেন। বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা হয়। রুট নিয়ে বেশ কিছু প্রস্তাব এসেছে আলোচনা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *