Sukanta, BJP, উত্তরবঙ্গের চিকিৎসা পরিকাঠামো পুরো নষ্ট হয়ে গেছে, তাই মানুষ অসমে যেতে বাধ্য হচ্ছে, ক্ষোভ প্রকাশ করলেন সুকান্ত

আমাদের ভারত, ৪ মার্চ: উপযুক্ত চিকিৎসা পরিষেবা না পেয়ে উত্তরবঙ্গের বহু মানুষ এখন অসমে যাচ্ছেন চিকিৎসার জন্য। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কেবল উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্যের মানুষ চিকিৎসা করাতে ভিন রাজ্যে ছুটছে। রাজ্যে চিকিৎসা পরিকাঠামো নষ্ট হয়ে গেছে।

সম্প্রতি খোঁজ নিয়ে জানা গেছে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঁচটার মধ্যে তিনটি ডায়ালিসিস মেশিন খারাপ। উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে প্রায় এমনই পরিস্থিতি, ফলে অধিকাংশ উত্তরবঙ্গের মানুষ চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বিশেষ করে অসমের দিকে চলে যাচ্ছে। এই বিষয়ে ক্ষোভের সুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শুধু উত্তর বঙ্গ নয়, পশ্চিমবঙ্গের মানুষই বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং পার্শ্ববর্তী রাজ্যের হাসপাতালে চিকিৎসার সুযোগ নেওয়ার জন্য যেতে বাধ্য হচ্ছেন। উদাহরণ হিসেবে বলতে পারি, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ এলাকার মানুষ ওড়িশার এইমসে গিয়ে চিকিৎসা করায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী সেখানে একজনকে অ্যাপয়েন্ট করেন যিনি পশ্চিমবঙ্গ থেকে চিকিৎসার জন্য যাওয়া মানুষ যাতে উপযুক্ত পরিষেবা পায় তার দেখভাল করছে। ঠিক একই রকম ভাবে উত্তরবঙ্গের মানুষ অসমে চলে যেতে বাধ্য হচ্ছে।

অভিযোগ করে তিনি বলেন, বছরের পর বছর উত্তরবঙ্গের প্রতি এই অবহেলার ফলে উত্তরবঙ্গের চিকিৎসা পরিকাঠামো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। কিছু নেই। তাই মানুষ অন্য রাজ্যে ছুটে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *