স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৯ নভেম্বর:
জগদ্ধাত্রী পুজোতেও দরকার কোভিড সচেতনতা। ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টস, নদিয়া জেলা ইউনিটের উদ্যোগে তাই ফেস মাস্ক বিলি করা হল। সংগঠনের সদস্য, অন্য সাংবাদিক বন্ধু এবং কিছু শুভানুধ্যায়ীর মধ্যে তা বিলি করা হয়। বুধবার কৃষ্ণনগরে এই মাস্ক বিলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সাংবাদিকদের এই সংগঠনের উদ্যোগে প্রতি বছর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর রুট ম্যাপ ও পুজো গাইড পুস্তিকা বের করে সাধারণের মধ্যে বিনামূল্যে বিলি করা হয়। এবার কোভিড পরিস্থিতিতে পুজোর রুট ম্যাপ ইত্যাদি প্রকাশ করা হয়নি। তবে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে এবং নিজেরাও সতর্ক থাকতে এবার এই মাস্ক দেওয়ার উদ্যোগ।