ঝাড়গ্রাম শহরের মূল বাজার সিল করা হল

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ আগস্ট: 
গত তিনদিনে ঝাড়্গ্রাম শহরে আটজন করোনা আক্রান্ত হওয়ায় শহরের সবচেয়ে ব্যস্ততম বাজার জুবিলি মার্কেট সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হল। জুলাই মাস পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় ২৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের সকলই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু আগস্ট মাসের শুরু থেকেই জেলায় ফের করোনা থাবা বসাতে শুরু করে। মাসের প্রথম দুদিন দুজন করে এবং তৃতীয় দিন চারজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়।

নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকায় নড়েচড়ে বসে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার থেকে শহরের প্রধান ব্যস্ততম বাজার জুবিলি মার্কেটের প্রবেশপথগুলো ব্যারিকেড করা হয়। দমকল বাহিনী সকাল থেকে পুরো বাজার স্যানিটাইজ করে। সংক্রমণ প্রতিরোধে চার আগস্ট থেকে দশ আগস্ট পর্যন্ত বাজার এলাকাটিকে কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *