সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ ডিসেম্বর: জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা গ্রেফতার।পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বেহালার সখেরবাজারে একটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবসা রয়েছে। সেই দোকানের আড়ালে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরি করে দেন তিনি। এর পরই মনোজ গুপ্তের খোঁজে নামেন তদন্তকারীরা। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য পদক্ষেপ করেন তাঁরা।
রাজ্যে জাল পাসপোর্ট চক্রের অন্যতম পান্ডা মনোজ গুপ্তকে শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। গোয়েন্দাদের অনুমান ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরির চক্র চালাচ্ছিল এই মনোজ। জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বেহালা থেকে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, ধৃত ব্যক্তি মনোজ গুপ্ত নামে এক ব্যক্তির অধীনে কাজ করত। মনোজ গুপ্ত নামে ওই ব্যক্তির বেহালার সখেরবাজারে একটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবসা রয়েছে। সেই দোকানের আড়ালে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরি করে দেন তিনি। এর পরই মনোজ গুপ্তের খোঁজে নামেন তদন্তকারীরা। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য পদক্ষেপ করেন তাঁরা। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মনোজ গুপ্তকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, বাংলাদেশিদের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে প্রথমে তাদের আধার, প্যান কার্ড বানাতেন অভিযুক্ত মনোজ। এরপর ভোটার লিস্টে নাম তোলা হত তাদের। তারপর ভুয়ো ঠিকানা ব্যবহার করে বাংলাদেশিদের পাসপোর্টের আবেদন করত অভিযুক্ত। সঙ্গে আপলোড করা হত ভুয়ো নথিগুলি। পাসপোর্ট ডাকের মাধ্যমে ছাড়া হলে পোস্ট অফিসের কর্মচারীদের সঙ্গে যোগসাজোস করে তা হাতিয়ে নিত তারা। এরপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই পাসপোর্ট বিক্রি করা হত বাংলাদেশিদের। একটি পাসপোর্টের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করত তারা।