স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৬ জুলাই:
কৃষ্ণনগরে একাদশ শ্রেণির ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়ার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত অচিন্ত্য শিকারি এবং অ্যাসিড বিক্রেতা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নদীয়ার হাঁসখালি থানার বগুলা থেকে গ্রেপ্তার করে মূল অভিযুক্তকে।
বুধবার সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা চালায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি ঘরামি এলাকার যুবক অচিন্ত্য শিকারি। এর পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা নীলরতন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। এরপরই তদন্তে নেমে পুলিশ গতকাল রাতেই বগুলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী যিনি অচিন্ত্যকে অ্যাসিড বিক্রি করেছিলেন তাকেও পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্তদের আজ কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হবে।